English

মেহেরপুরে জনতা ব্যাংক মুজিবনগর শাখা চালু

মেহেরপুরে জনতা ব্যাংক মুজিবনগর শাখা চালু
অর্থনীতি

আধুনিক ব্যাংকিংয়ের সব সুবিধা নিয়ে মেহেরপুরে মুজিবনগর শাখা চালু করেছে জনতা ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর জনপ্রশাসন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি এবং জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও জনাব মো. আব্দুল জব্বার ব্যাংকের ৯২৬তম মুজিবনগর শাখার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির পিতার নিজ হাতে নাম দেয়া জনতা ব্যাংক এখন আধুনিক স্মার্ট ব্যাংকিং পরিচালনা করছে, আর এ ব্যাংকিং সেবা স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরের অর্থনৈতিক উন্নয়নসহ ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুরে মুজিবনগর শাখা চালু করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামো ও প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে শাখাটি কাজ করবে। আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে জনতা ব্যাংক।

চুয়াডাঙ্গা এরিয়া অফিসের এজিএম মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. আব্দুর রাজ্জাক ও অরুন প্রকাশ বিশ্বাসসহ উধ্বতন নির্বাহী কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।