মাঠে গড়িয়েছে শেখ রাসেল জুনিয়র অ্যান্ড ক্যাডেট ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত বেজে উঠলে উপস্থিত সবাই উঠে দাঁড়ান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে অসি খেলার দক্ষতা বৃদ্ধি ও প্রচারে ভূমিকার জন্য বাফেফে সভাপতি শোয়েব চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বাফেফে) সভাপতি এম শোয়েব চৌধুরী। তিনি খেলাধুলার উন্নয়নে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে দেশজুড়ে ক্রীড়া সম্প্রসারণ এবং ফেন্সিং ফেডারেশনের উন্নয়নের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শেখ রাসেল ও অন্য শহীদদের স্মরণ এবং তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। বাংলাদেশি ফেন্সারদের বিশ্বমঞ্চে জাতিকে গৌরবান্বিত করার এবং দেশের জন্য সম্মান বয়ে আনার ক্ষমতা রয়েছে বলেও মনে করেন ফেন্সিং সভাপতি শোয়েব চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক দেশকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মণ। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের সাবেক মহাপরিচালক আবদুল মাবুদ।