English

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রামদিন-সিমন্স

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রামদিন-সিমন্স
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের এক সময়ের তারকা ক্রিকেটার দীনেশ রামদিন ও লেন্ডল সিমন্স। দেশের জার্সিতে আর না খেললেও ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া ক্রিকেট খেলবেন তারা। স্পোর্টস এজেন্সি ১২৪নটআউট এর ইনসটাগ্রাম পেজ থেকে সিমন্সের অবসরের খবর জানা যায়। তারা জানায়, গত শুক্রবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানান সিমন্স।

সিমন্স ১৬ বছরের ক্যারিয়ারে ৮টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে তিনি ৩৭৬৩ রান করেছেন। উইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ভূমিকা রাখেন এই ডানহাতি। সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে ৫১ বলে ৮২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

২০২১ টিটোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলেছেন সিমন্স। সেই ম্যাচে তিনি ৩৫ বলে ১৬ রান করেছিলেন। এদিকে রামদিনও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

 

সিটি/আরএ/১৯ জুলাই,২০২২