English

করোনায় মৃত্যু নেই, একদিনে শনাক্ত ১০৯

করোনায় মৃত্যু নেই, একদিনে শনাক্ত ১০৯
জাতীয়

নিজস্ব প্রতিনিধি

গত একদিনে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নিয়ে টানা ১৩ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। এর আগে গত ৩০ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিলো। এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর কোনো খবর আসেনি। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।গত একদিনে ১০৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন শনিবার ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাজার ৩৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় হাজার ২৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক শতাংশ। মহামারির শুরু থেকে পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন। পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ হাজার ২৬৬ জন।উল্লেখ্য, ২০২০ সালের মার্চ দেশে প্রথম জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।