English

বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের মহানায়ক : ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের মহানায়ক : ড.কলিমউল্লাহ
জাতীয়

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬১৮তম পর্ব অনুষ্ঠিত হয়।  জানিপপ কর্তৃক আয়োজিত  জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী।

সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন ছাত্রলীগের সাবেক নেত্রী আমাতুন নূর শিল্পী এবং ‌বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো.শিবাজী ফকির।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,কুষ্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির এবং জানিপপ'র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন,বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের মহানায়ক।
প্রধান অতিথির বক্তব্যে সুবীর কুশারি বলেন, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

শিবাজী ফকির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মানেই সাম্য-অধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা।

হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।