করোনা মহামারির কারণে অবশেষে আগামী ১৫ জুন থেকে সারা
দেশে পরিচালিত হবে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর কার্যক্রম। চলবে ২১ জুন পর্যন্ত।
জনশুমারির প্রচারণার অংশ হিসেবে নির্মিত হয়েছে দুটি টেলিভিশন বিজ্ঞাপন যাতে অংশ
নিয়েছেন দেশসেরা অভিনেতা চঞ্চল চৌধুরী ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজা। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যম ও টেলিভিশনগুলোতে প্রচার হচ্ছে বিজ্ঞাপনটি।
স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া
লিমিটেডের নির্মিত বিজ্ঞাপনচিত্রটি চিত্রায়িত হয়েছে দেশের ১০টির অধিক জেলায়। জাতির
পিতার স্মৃতিজড়িত টুঙ্গিপাড়ার গিমাডাংগা স্কুলের বর্তমান সময়ের শিক্ষার্থী থেকে
শুরু করে সবুজ বাংলার কৃষক, রিকশাচালক,
লালন সাঁইজির আখড়া, কীর্তনখোলা
পাড়ের বরিশাল, নোয়াখালী কিংবা ব্রাহ্মণবাড়িয়া উঠে এসেছে দেশের নানান
অঞ্চলের মানুষের মুখ থেকে জনশুমারিতে অংশগ্রহণের আমন্ত্রণ।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মাহাবুব মোর্শেদ রিফাত।
তিনি জানান, প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। কিন্তু
২০১৩ সালের পরিসংখ্যান আইন প্রণয়নের পর এটি জনশুমারি ও গৃহগণনা হিসেবে এবারই প্রথম
অনুষ্ঠিত হচ্ছে। নির্মাণের সময় তাই ১০ বছর পর ফিরে আসা দেশব্যাপী দেশের মঙ্গলে
অনুষ্ঠিত শুমারিকে উৎসব হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেখানে
দেশের সব অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।
বিজ্ঞাপনগুলোর সিনেমাটোগ্রাফিতে ছিলেন আমির হামজা।
মিউজিকের দায়িত্বে ছিলেন যাযাবর রাসেল এবং বব ভিভিয়ান। এবারের জনশুমারি দেশের
প্রথম ডিজিটাল শুমারি হওয়ায় সব ধরনের ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে
প্রচারণার বিভিন্ন ক্ষেত্রে। 
                         
                        
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                






