English

নুসরাতের সাবেক স্বামীর সঙ্গে প্রেম করছেন ঊষসী?

নুসরাতের সাবেক স্বামীর সঙ্গে প্রেম করছেন ঊষসী?
বিনোদন

বিনোদন ডেস্ক

টলিউডে জোর গুঞ্জন অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈন প্রেম করছেন অপর অভিনেত্রী ঊষসী রায়ের সঙ্গে। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ঊষসী।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনের খবরে বলা হয়, ঊষসী তার প্রেমের গুঞ্জনের ব্যাপারে বলেন, ‘জানি না এ ধরনের কথা কেন রটছে। মানুষ হয়তো সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ভাবিত। ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করলে, ছবিতে লাইক করলেই ধরে নেওয়া হয় দুজন মানুষ সম্পর্কে রয়েছে।’

এদিকে, কয়েক মাস আগে একটি ফটোশুটের জন্য আন্দামান গিয়েছিলেন ঊষসী। গুঞ্জন ওঠে তখন নিখিলও তার সঙ্গে ছিলেন।তবে এমন প্রশ্ন শুনেই হেসে ওঠেন ঊষসী। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আন্দামানে আমি গিয়েছিলাম ঠিকই। সঙ্গে আমার সহকর্মীরা ছিল। আমরা ঘুরেছি। কাজ করেছি। আমি টিকিট, হোটেল বুকিংয়ের তথ্য দেখিয়ে দিতে পারি। রক্ত জল করা পরিশ্রমের টাকায় করেছি সবটা।’

ঊষসীর দাবি, নিখিলের সঙ্গে তাঁর বিশেষ কোনো পরিচয় নেই। তার সঙ্গে বিশেষ কোনা কথাও হয়নি। তিনি বললেন, ‘আমি আর নিখিল আগে একই জায়গায় জিম করতাম। তখন অল্পস্বল্প কথা হতো। এরপর আমি সেই জিমও ছেড়ে দিই।’ উষসী বলেন, মৈনাক ভৌমিকের ‘মিনি’র প্রিমিয়ারে নিখিলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কিন্তু সেখানে একসঙ্গে নয়, আলাদা-আলাদা উপস্থিত হয়েছিলেন তারা। তার প্রশ্ন, ‘আমার আর নিখিলের মধ্যে যদি সত্যিই কিছু থাকত তা হলে কি আমরা আলাদা যেতাম?’

ঊষসী অনেকগুলো কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন। সে কথার রেশ ধরে তিনি বলেন, ‘হাতে একদম সময় নেই। এখন কাজের সঙ্গে প্রেম করছি।’