আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরলেন ভারতীয় সাংবাদিক দল। বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে নিজ দেশে ফিরলেন ভারতের ৩৪ জনের সাংবাদিকদের প্রতিনিধি দল।
আজ বুধবার(১১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেছেন ভারতীয় সাংবাদিক দল।দলটি তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণে চলতি মাসের ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বাংলাদেশের পদ্মা সেতু,কক্সবাজার,-চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
বর্তমান সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা দেখে আমরা অভিভূত বলে জানালেন ভারতের আসাম রাজ্যের দৈনিক আমার আসাম পত্রিকার প্রধান সম্পাদক মনোজ কুমার গোস্বামী।
প্রতিনিধিদলের এই সম্পাদক আরও বলেন, ভারতসহ আসামের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আখাউড়া চেকপোস্টে ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলটিকে বিদায় অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহি অফিসার অংগ্যজাই মারমা, তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মোঃ আব্দুল জলিল, সিনিয়র তথ্য অফিসার আশরোফা ইমদাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউসার,সাংবাদিক দুলাল ঘোষ ও আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস।