English

বাংলাদেশ শিল্পায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে : সিপিডি

বাংলাদেশ শিল্পায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে : সিপিডি
অর্থনীতি জাতীয়

বাংলাদেশ ক্রমান্বয়ে শিল্পায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। রাসায়নিক ও বিপদজনক পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে শিল্প নিরাপত্তা : চট্টগ্রামের ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) দুর্ঘটনার অভিজ্ঞতাশীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের চাহিদার কারণে ভবিষ্যতে বাংলাদেশ ক্রমান্বয়ে শিল্পায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে। বাংলাদেশও ইতোমধ্যে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অঞ্চল গড়ে তুলেছে। এগুলো শিল্পায়নের বড় ভূমিকা রাখবে। সে জন্য ক্রমান্বয়ে যখন আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে। স্বল্প উন্নত দেশ থেকে আমরা উত্তোলন ঘটাচ্ছি।

তিনি বলেন, সামগ্রিকভাবে যারা শিল্পের শ্রমিক রয়েছে তাদের জীবনের নিরাপত্তা একদিকে আর একদিকে জীবনের গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী সিপিডির কার্যালয়ের সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। এ সময় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

সিটি/আরএ/২০ জুলাই,২০২২