English

বাছিরের সাজা বাড়াতে রুল জারি

বাছিরের সাজা বাড়াতে রুল জারি
আইন আদালত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।

মানিলন্ডারিংয়ের অভিযোগে দেওয়া ৫ বছরের সাজা বৃদ্ধি চেয়ে গতকাল সোমবার হাইকোর্টে রিভিশন আবেদন করা হয় বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ঘুষ লেনদেনের অভিযোগে বাছিরকে ৩ বছর এবং মানি লন্ডারিং আইনের ৪ ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে উল্লেখ করেন আদালত।

খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এনে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন। এরপর ওই বছরের ২২ জুলাই বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। তারপর থেকে তিনি কারাগারে আছেন।