নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে
বিএম কনটেইনার
ডিপোর আগুনের
ঘটনা পরিকল্পিত
কিনা খতিয়ে
দেখা হচ্ছে
বলে জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
খান কামাল।
আজ মঙ্গলবার
দুপুরে রাজধানীর
ফুলবাড়ীয়ায় ফায়ার
সার্ভিস ও
সিভিল ডিফেন্স
অধিদপ্তরের সদর
দপ্তরে সীতাকুণ্ডে
অগ্নিকাণ্ডে নিহত
ফায়ার ফাইটার
মো. শাকিল
তরফদারের জানাজা
শেষে তিনি
এ কথা
বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
কনটেইনার ডিপোতে
অগ্নিকাণ্ডের ঘটনায়
কেউ যদি
জড়িত থাকে,
সে যে
দলেরই হোক
না কেন
তদন্ত সাপেক্ষে
গাফিলতি পেলে
ব্যবস্থা নেওয়া
হবে।
উল্লেখ্য, শনিবার
রাতে সীতাকুণ্ডের
সোনাইছড়ি ইউনিয়নে
কদমরসুল এলাকায়
বিএম ডিপোতে
ভয়াবহ আগুনের
পর বিস্ফোরণের
ঘটনা ঘটে।
এতে ৪১
জনের মৃত্যু
হয়েছে এবং
শতাধিক মানুষ
দগ্ধ হয়ে
বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধীন।
এ অগ্নিকাণ্ড
ও বিস্ফোরণের
ঘটনায় মরদেহের
পরিচয় শনাক্ত
করতে ডিএনএ
পরীক্ষার জন্য
নমুনা সংগ্রহে
কাজ শুরু
করেছে অপরাধ
তদন্ত বিভাগ
(সিআইডি)।
সোমবার সকাল
৮টা থেকে
চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালের
ওয়ান স্টপ
ইমারজেন্সি কেয়ারের
সামনে নমুনা
সংগ্রহ শুরু
হয়েছে।