English

পদ্মা সেতুর টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন

পদ্মা সেতুর টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন
সারাদেশ

পদ্মা সেতুতে পারাপারের জন্য অনুমোদিত যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে এই টোল হার নির্ধারণ করে সেতু বিভাগ।

নির্ধারিত টোল হারে পদ্মা সেতুতে চলাচলের জন্য মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা ও বড় বাস (থ্রি-এক্সেল) ২ হাজার ৪০০ টাকা।

এ ছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা যুক্ত হবে।