English

জুলাইয়ে ২৪ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

জুলাইয়ে ২৪ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ
বিজ্ঞান ও প্রযুক্তি

জুলাই মাসে ভারতে ২৪ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। মাসিক রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানিয়েছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। 

ভারতের তথ্য আইনের অধীনে প্রতি মাসে এই রিপোর্ট প্রকাশ করতে হয় হোয়াটসঅ্যাপকে। ২৪ লাখ অ্যাকাউন্টের মধ্যে ১৪ লাখ অ্যাকাউন্ট দ্রুততার সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ গ্রাহকের কাছ থেকে কোন অভিযোগ জমা পড়ার আগেই এই অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা চলতি সপ্তাহে জানিয়েছে, জুলাই মাসে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ২.৭ কোটি পোস্ট প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপের মধ্যে অভিযোগ জানানোর যে ব্যবস্থা রয়েছে সেখানে গ্রাহকের পাওয়া গ্রাহকের অভিযোগের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলো ডিলিট করা হয়েছে। ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী এই কাজ করা মাধ্যতামূলক। একই সঙ্গে প্ল্যাটফর্মে যে সব গ্রাহক নিয়মাবলী মানছেন না তাদের দূরে রাখতেও এই উপায় সাহায্য করে।

তবে মার্চের পরে এই প্রথম এক মাসে এত বেশি সংখ্যক গ্রাহক নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ। চলতি বছর মার্চে ভারতে১৮ লাখের বেশি গ্রাহক নিষিদ্ধ করেছিল মার্কিন মেসেজিং অ্যাপটি। এর পরে এপ্রিলে ১৬ লাখ ও মে মাসে ১৯ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। জুনে নিষিদ্ধ হয়েছিল ২২ লাখ অ্যাকাউন্ট।

মেসেজিং অ্যাপের পক্ষে জানানো হয়েছে চলতি বছর জুলাইয়ে গ্রাহকের কাছ থেকে মোট ৫৭৪টি রিপোর্ট জমা পড়েছে। এর মধ্যে ২৭টি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।