আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি হোটেল থেকে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক মাদক কারবারিকেও সাজা দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কুটি চৌমুহনী এলাকার একটি হোটেল ১০ জনকে আটক করা হয়। কসবা থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে হোটেল শ্রমিক ভাই ভাই-এ অভিযান চালানো হয়। পরে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় নুরুজাহান, শান্তা আক্তার, জেসমিন আক্তার, নাজমা বেগমকে, মাহিনুর আক্তারকে সাত দিনের, কলি আক্তার, এনামুল হককে ১০ দিনের, আরিফুর রহমান, রাসেল মিয়া ও আলী হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে কুটিবাজারে অভিযান চালিয়ে মো. হানিফ মিয়াকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।