English

হাবিবুর রহমানের লেখা নাটক "মনের সুখ" পরিচালনা করলেন বরেণ্য পরিচালক সালাহ্উদ্দিন লাভলু

হাবিবুর রহমানের লেখা নাটক "মনের সুখ" পরিচালনা করলেন বরেণ্য পরিচালক সালাহ্উদ্দিন লাভলু
বিনোদন

লিটন সরকার বাদল :

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের কৃতি সন্তান  হাবিবুর রহমানের লেখা নাটক" মনের সুখ"পরিচালনা করেছেন জনপ্রিয় টিভি চলচ্চিত্র  পরিচালক সালাহ্উদ্দিন লাভলু।

যাঁর সংস্কৃতির সাহিত্যের  দিকে মনোযোগ ছিলো ছোটবেলা থেকেই। বাউশিয়া এম আজহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তাঁর লেখা উপন্যাস "শুধু তোমাকে ভালবাসি" প্রকাশিত হয় বাংলা একাডেমীর ১৯৯৭ সালের একুশে বইমেলায়। সেই সময় গজারিয়ায় কুমিল্লার দাউদকান্দিতে বইটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক লিখে গেছেন গল্প কবিতা উপন্যাস।

এশিয়াটিক সোসাইটি হতে প্রকাশিত "বাংলা পিডিয়া"তে স্হান পেয়েছে তাঁর লেখা,বাংলা ইংরেজীতে ১৪ খন্ডে প্রকাশিত, মূল্য চৌদ্দ হাজার টাকা। বর্তমানে গল্প কবিতা উপন্যাসের চাহিদা কমে যাওয়ায় নাটক লেখায় বেশি গুরুত্ব দিচ্ছেন।

হাবিবুর রহমানের লেখা নাটকের মধ্যে জনপ্রিয় নাটক:- ব্যবধান,ভুল এবং অনুতপ্ত,ব্যবধান,তরুণিমাবড়লোক হতে চাই নাটকের ভিউ দশ লক্ষ ছাড়িয়ে গেছে অনেক নাটকের।নাটকগুলো ইউটিউবে জি সিরিজের ব্যানারে দেখা যাচ্ছে।জনপ্রিয় শিল্পীরাই নাটকগুলোতে অভিনয় করেছেন: আবুল হায়াত, মোশাররফ করিম, সজল,মীর সাব্বির, সিদ্দিক,হাসান মাসুদ,নায়িকাদের মধ্যে মনপুরা খ্যাত ফারহানা মিলি,নাদিয়া,নাদিয়া মীম,ফারজানা চুমকি, হুমায়রা হিমু প্রমুখ।

গত ১৪ ১৫ জুন গাজিপুরের পুবাইলে শুটিং শেষ হলো "মনের সুখ"নাটকের,এতে অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম,নাজনীন হাসান চুমকী,আবুল বাশার শিশু শিল্পী,যাঁর অভিনয় সবার মন ছুঁয়ে যাবে।এখন নাটকটি এডিটিং চলছে।

হাবিবুর রহমান বলেন নাটকের নাম মনের সুখ হলেও এই নাটক লিখতে গিয়ে চোখের পানি দিয়ে স্ক্রিপ্ট ভিজে গেছে বহুবার,কেন এতো কান্না দর্শক না দেখলে বুঝতে পারবেন না।