গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন।
পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রানুযায়ী, 'সকাল ৬.৩০টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক বলেন তাঁর পালস মিলছে না। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিগত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তী এই গীতিকার।
দীর্ঘ ৬০ বছরের কর্মজীবনে তিনি রেডিও, টেলিভিশন ও সিনেমার জন্য অসংখ্য গান রচনা করেছেন।
'জয় বাংলা- বাংলার জয়', 'একতারা তুই দেশের কথা', 'একবার যেতে দে না', 'গানের খাতায় স্বরলিপি লিখে', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'শুধু গান গেয়ে পরিচয়'-সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা তিনি।
গাজী মাজহারুল আনোয়ারের জন্ম ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে। ১৯৬৪ সাল থেকে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন।