গোলাম মুজতবা ধ্রুব:
পুলিশ পরিবারের বাসস্থান নিশ্চিত করতে ঢাকাসহ সারাদেশে ১৮ টি আধুনিক আবাসিক টাওয়ার নির্মানের কাজ শেষ হয়েছে। যেখানে প্রায় তিন হাজার ফ্ল্যাটে পরিবারসহ পুলিশ সদস্যরা বসবাস করবেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর বাইরে নির্মান হওয়া ৯ টি আবাসিক টাওয়ারের মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা জেলা পুলিশ লাইনে ১৫ তলার ৬টি আবাসিক টাওয়ার নির্মাণ করা হয়েছে। এসব টাওয়ারে প্রায় ৮ শত ফ্ল্যাটের সুবিধা ভোগ করতে পারবেন পুলিশ সদস্যরা। এছাড়াও চট্টগ্রামের ডাবল মুড়িং পুলিশ স্টেশন কম্পাউন্ড, দামপাড়া পুলিশ লাইন এবং একই সঙ্গে চট্টগ্রাম মেট্টোপলিটন দ্বিতীয় পুলিশ লাইন এলাকায় বিভিন্ন আয়তনের ২০ তলার তিনটি আবাসিক ভবনে পুলিশ সদস্যরা প্রায় ৬ শতাধিক ফ্ল্যাটের সুবিধা পাবেন।
পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও পুলিশের জন্যও ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মান করা হয়েছে যেখানে সর্বমোট ১ হাজার ৫ শ ৫৬ টি ফ্ল্যাটে পুলিশ সদস্যরা বসবাস করতে পারবেন।
এসব টাওয়ারের মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে দুইটি, ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইনে একটি, ডেমরা পুলিশ লাইনে একটি, পূর্বাচল পুলিশ লাইনে বিভিন্ন আয়তনের দুইটি ২০ তলার আবাসিক টাওয়ার নির্মানের কাজ শেষ হয়েছে। এছাড়াও উত্তরা সিআইডি এলাকায় ১৫ তলার একটি এবং মিরপুর ও মিরপুর পুলিশ লাইন এলাকায় ১৪ তলার দুইটি আবাসিক টাওয়ার নির্মানের কাজ শেষ হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক সিটিজেন টাইমসকে জানান, আধুনিক ও যুগোপযোগী এইসব আবাসিক টাওয়ার নির্মানের ফলে পুলিশের আবাসিক সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। বাসস্থান সমস্যা নিরসন হওয়ায় তারা নতুন উদ্যোম নিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। পর্যায়ক্রমে পুলিশ সদস্যদের আবাসন সমস্যা সমাধানে আরো টাওয়ার নির্মানের কথাও ভাবা হচ্ছে।
ডিসিটি/ধ্রুব/ঢাকা/শেষ