English

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশের বিদ্যমান সংকট মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত। নিজ কার্যদিবসের প্রথম দিন এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। রনিল বলেন, ‘কিছু পরিকল্পনা আমার রয়েছে। সেসব যদি বাস্তবায়ন করার চ্যালেঞ্জ নিতে পারি, তাহলে বর্তমান পরিস্থিতিও সামাল দিতে পারব।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়ার পর শুক্রবার নিজ দপ্তরের কার্যভার বুঝে নিয়েছেন রনিল। শুক্রবার থেকেই  নিজের কার্যদিবস শুরু করেছেন তিনি। রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে প্রথমেই শ্রীলঙ্কার দুঃসময়ে পাশে থাকা ও আর্থিক সহায়তা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানান রনিল।

এ সম্পর্কে তিনি বলেন, ‘ভারতের সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং (দেশটির) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রত্যাশা, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় ও সহযোগিতাপূর্ণ হবে।

গত বছরের শেষ পর্যায় থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র হওয়া শুরু করে। সেই সময় থেকেই দেশটিকে আর্থিক সহযোগিতা ও ঋণ দিয়ে আসছে ভারত। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কাকে ‍ঋণ ও আর্থিক সহায়তাবাবদ ৩ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে দেশটি।

 

সিটি/আন্ত/আরএ