বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬১৩তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী।
সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো.শিবাজী ফকির এবং কুষ্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেত্রী সংগীতা বিশ্বাস ও জানিপপের ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি।
মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন,বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের সার্থক মূর্ত প্রতীক।
বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী বলেন,অধিকার বঞ্চিত বাঙালি জাতিগোষ্ঠির অব্যাহত লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাস বঙ্গবন্ধু তাঁর চিন্তা চেতনায় গ্রোথিত ও আত্মস্থ করেছিলেন।
প্রশান্ত কুমার সরকার বলেন,বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী মন্ত্র জানতেন। মৃত্যুকে হাতের মুঠোয় করে তিনি বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন।
হুমায়ুন কবির বলেন, আমাদের সকল অর্জনের মূলে বঙ্গবন্ধুর অবদান রয়েছে।
সংগীতা বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু আমাদের সকল প্রেরণার উৎস হয়ে থাকবেন আজীবন।
শিবাজী ফকির বলেন, বঙ্গবন্ধুর জীবনব্যাপি সংগ্রামী রাজনীতির অন্যতম প্রধান দুটি লক্ষ্য ছিল-ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা বাঙালি জাতিসত্তাকে বিকশিত ও সংহত করা এবং বাঙালি জাতির ওপর পাকিস্তানি শাসনের অবিচার, শোষণ, নিপীড়ন ও অসম্মান থেকে জাতিকে মুক্ত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ছাত্রলীগের সাবেক নেত্রী ও সফল নারী উদ্যোক্তা আমাতুন নূর শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।