জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ২৮ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের
৭৩২তম পর্ব অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় জানিপপ
কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ,
বিএনসিসিও।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত
ছিলেন, ইউএন ডিজএ্যবিলিটি রাইটস চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আব্দুস
সাত্তার দুলাল। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, রংপুর মহিলা
আওয়ামী লীগের সভাপতি আর্জিনা খানম।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত
ছিলেন, নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতিমাতু-জোহরা
লিমা,মালয়েশিয়া থেকে পিএইচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন, জানিপপ'র
ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ও সাইফুল ইসলাম।
সভাপতি
বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,বঙ্গবন্ধু বুলেট নয় ব্যালটে
বিশ্বাসী ছিলেন। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু জন রায় এবং জনগণের প্রতি
আস্থাশীল ছিলেন।
আবদুস সাত্তার দুলাল বলেন, নাগরিকের সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য।
আর্জিনা
খানম বলেন, আসছে আগস্ট মাস।শোকের মাস। এই এই মাসে শোককে শক্তিতে পরিণত করে
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে।
ফাতিমাতুজ জোহরা লিমা বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা যেকোন মূল্যে রোধ করতে হবে।
সেমিনারটি
সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা শিক্ষা
বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু
সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা
বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার,ব্রাহ্মণবাড়িয়া থেকে ডা.
বায়েজিদা ফারজানা ও রাজশাহী থেকে ডা.মাহবুবুল হক ।