সহিংসতা, সংঘাত, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের
বিভিন্ন ঘটনায় বিশ্বজুড়ে ১০ কোটির বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে বলে
জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। এবারই প্রথম বাস্তুচ্যুত
মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার
প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইউএনএইচসিআর
বলছে,
লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করার ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ
অন্যতম কারণ। এ ছাড়া ইথিওপিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মতো
জায়গায় দীর্ঘ সংঘাতও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ানোর পেছনে দায়ী।
জাতিসংঘের
শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেছেন, ‘এটি
এমন একটি রেকর্ড যা কখনোই হওয়া উচিত ছিল না।’ তিনি বলেন, সবাইকে জাগ্রত হয়ে এই ধ্বংসাত্মক
দ্বন্দ্ব, নিপীড়নের অবসান করতে এবং নিরপরাধ মানুষকে
গৃহহীন করার ক্ষেত্রে অন্তর্নিহিত কারণ খুঁজে বের করে কাজ করতে হবে।
বিশ্বজুড়ে
এই বিশাল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে দুঃখজনক ও উদ্বেগজনক বলেও
উল্লেখ করেন ফিলিপ্পো গ্র্যান্ডি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার
১ শতাংশের বেশি। ইউএনএইসিআর জানিয়েছে, বিশ্বে মাত্র ১৩টি
দেশ আছে যাদের জনসংখ্যা বাস্তুচ্যুত এই মানুষের সংখ্যার চেয়ে বেশি।