নিজস্ব
প্রতিবেদক
পদ্মা
সেতুতে আগামী বছরের মার্চ বা জুনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল
ইসলাম সুজন। আজ রোববার দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এদিন নির্মাণাধীন পদ্মা সেতুতে রেললাইন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় প্রকল্পের কাজ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ
সময় সংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আপাতত লক্ষ্য আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে পদ্মা
সেতু হয়ে ফরিদপুরের ভাঙা জংশন পর্যন্ত ট্রেন চালান। তা সম্ভব না হলে আগামী বছরের
জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন চলবে। আশা করছি ২০২৪ সালের জুনে
ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলাচল করবে।’
সিটি/
জাতীয় / আরএ ,