আল আমিন শাহেদ:
ভারতের কলকাতার অন্যতম আবৃত্তির স্কুল "আবৃত্তি আলোক" এর শিক্ষক দিবস পালন হলো আবৃত্তি আলোক এর ছাত্রী অন্যতম সদস্য চায়না ভৌমিক এর পরিচালনায় । অনুষ্ঠানে "আবৃত্তি আলোক" এর ছাত্র ছাত্রীরা "আবৃত্তি আলোক" এর কর্ণধার এবং আন্তর্জতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বাচিক শিল্পী এবং তাদের গুরু মাতা মৌ পাঠক সিংহ মহাশয়া কে বক্তৃতা, আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি আলোকের শিশু শিল্পী সোহানা আলী তাদের গুরু মাতাকে মালা পরিয়ে বরণ করে, তারপর আবৃত্তি আলোক এর বিশিষ্ট বাচিক শিল্পী চায়না ভৌমিক তাঁদের গুরুমাতাকে উত্তরীয় পরিয়ে বরন করেন। সকল ছাত্র ছাত্রীরা গুরুমাতা কে পুষ্প ও উপহার এবং শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস পালন করে।সকল ছাত্র ছাত্রী বা শিল্পীদের পরিবেশনা ছিলো উল্ল্যেখযোগ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং আবৃত্তি পরিবেশন করেন চায়না ভৌমিক, অভিনিবেশ সরকার , পম্পা নস্কর , ইন্দ্রানী ঘোষ ,
উপাসনা গুহ, অর্কপ্রভ মিস্ত্রি, সোহানা আলী, অদিতি পাঠক, শিকসা দাস, প্রজ্ঞা পাঁজা, নম্রতা রায় চৌধুরী , অস্মিতা দাস , অর্ঘ্যদীপ গিরি, ঈশানি ভাওয়াল, শুক্লা রায় , রৌনক মন্ডল, ময়ূখ নস্কর, চন্দ্রা নস্কর, এবং আরো অনেকে ।আন্তরিকতা ও শ্রদ্ধায় ভরা শিক্ষক দিবস পালন এর এমন অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে।শ্রীমতী মৌ পাঠক সিংহ তাঁর ছাত্র ছাত্রীদের বলেন তোমাদের ভালোবাসা ও শ্রদ্ধায় আমি মুগ্ধ হয়েছি। আমি আশীর্বাদ করি তোমরা বড়ো হয়ে বিশ্বের দরবারে বাংলা ভাষাকে তুলে ধরবে এবং তোমরা নিজেরা এক একটা আবৃত্তি আলোক হিসেবে প্রতিষ্ঠিত হবে।"জয় বাংলা ভাষার জয় ।জয় আবৃত্তি আলোক এর "জয়।