দীর্ঘ ৩০ বছর পর ফ্রান্সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন
একজন নারী। সম্পতি অনুষ্ঠিত দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে
দেশটির প্রেসিডেন্টের আসনে বসেছেন এমানুয়েল মাখোঁ। তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী
হিসেবে এলিজাবেথ বোর্ন এর নাম ঘোষণা করেছেন।
এলিজাবেথ বোর্ন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকলেও ২০১৭ সালে তিনি ম্যাক্রোন শিবিরে যোগ দেন। কোভিড-১৯ এর সময়ে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এর আগে ফ্রান্সের সবশেষ নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত তিনি স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। ওই সময়ে দেশটির প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কোইস মিত্তারান্ড।