নিজস্ব প্রতিবেদক
দেশে সার্বিক মূল্যস্ফীতি গত জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৭
দশমিক ৫৬ শতাংশে। আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ
পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানিয়েছে, গত
জুন মাস শেষে দেশে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে। আর
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ খাদ্যদ্রব্য কিনতেই
মানুষকে বেশি ব্যয় করতে হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, শহরাঞ্চল ও গ্রামের মানুষের
মধ্যে মূল্যস্ফীতির চাপ বেশি গ্রামাঞ্চলে। কারণ, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে
মূল্যস্ফীতির চাপ বেশি।
সদ্য প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, জুন
শেষে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৯ শতাংশে। আর একই সময়ে
শহরাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। গত জুন শেষে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি
বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৯ শতাংশে। আর একই সময়ে শহরাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৬
দশমিক ৬২ শতাংশ।
বিবিএস জানায়,
গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি
পৌঁছেছে প্রায় ৯ শতাংশে। জুন শেষে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক
৯৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ৭ শতাংশের ওপরে রয়েছে।
সিটি/আরএ/১৯ জুলাই,২০২২