English

চ্যালঞ্জিং চরিত্রের অপেক্ষায় ছিলাম : ফারিণ

চ্যালঞ্জিং চরিত্রের অপেক্ষায় ছিলাম : ফারিণ
বিনোদন

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। অভিনয় দিয়ে এরই মধ্যে জয় করেছেন দর্শকদের হৃদয়। দর্শকপ্রিয় এই অভিনেত্রী এবার কাজ করতে যাচ্ছেন কলকাতার সিনেমায়। নাম ‘আরও এক পৃথিবী। এটি নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের নন্দিত নির্মাতা অতনু ঘোষ।

কিন্তু কিভাবে কলকাতার গুণী নির্মাতার সিনেমায় যুক্ত হলেন ফারিণ? উত্তরে তিনি বলেন, ‘বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক আগেই। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। আর আমি এমন একটি চ্যালঞ্জিং চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে গত মার্চে অতনুদার পক্ষ থেকে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব আসে। এরপর চিত্রনাট্য হাতে পাই। গল্প ও চরিত্র দুটোই আমার পছন্দ হয়েছে বলেই এতে অভিনয় করার সম্মতি জানাই।

ফারিণ আরও বলেন, ‘‘আমার অভিনীত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান সিরিজটি অতনুদার টিমের সবাই দেখেছেন। মূলত এর পরই তারা আমাকে নিয়ে কাজের আগ্রহ প্রকাশ করেন। এর পরই অভিনয়ের বিষয়ে পাকা কথাবার্তা হয়। ৩০-৩৫ জন মানুষের জীবনের গল্প নিয়েই এই সিনেমা। ”


শুনলাম ‘আরও এক পৃথিবীর শুটিং হবে লন্ডনে। আপনি কবে থেকে অংশ নেবেন? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘লন্ডনে ছবির শুটিং হবে। আমি আগামী মঙ্গলবার লন্ডন যাবো। সেখানে ১৮ দিনের শিডিউল, ২০ মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ হবে।

সিনেমার গল্পটি কেমন আর আপনাকে কোন চরিত্রে দেখা যাবে? উত্তরে ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প কয়েকজন মানুষের জীবনের গল্প নিয়ে। যাদের মাথার ওপরে কোনো ছাদ নেই। তাদের অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে গল্পে। এতে আমার চরিত্রের নাম প্রতীক্ষা। সহশিল্পী হিসেবে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যের মতো গুণী অভিনয় শিল্পীরাও এতে অভিনয় করবেন।

প্রথম সিনেমা, প্রস্তুতি কেমন? এই অভিনেত্রীর ভাষ্য, ‘এটি কলকাতার সিনেমা আর শুটিং হবে লন্ডনে। কথাবার্তা, সাজসজ্জা, সংস্কৃতি ও সেখানকার মানুষের জীবনধারা সম্পর্কে বিশদ জানার চেষ্টা করছি। লুকেও পরিবর্তন এনেছি। চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য গত মাসে ১২ দিন কলকাতায় ছিলাম। ওখানে স্ট্ক্রিপ্ট রিডিংয়ের পাশাপাশি লুক সেটও করেছি। আশা করি, সবার সহযোগিতায় কাজটি ভালোভাবে শেষ করতে পারব।