বিনোদন ডেস্ক
বলিউডে গজল সম্রাট নামে খ্যাত ভূপিন্দর সিং আর নেই।
গতকাল সোমবার বিকেলে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়
শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২। বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান
গেয়েছন তিনি। জানা গেছে,
বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন
এই প্রবীণ শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। তিনি করোনায়ও আক্রান্ত
হয়েছিলেন।
ভূপিন্দর সিংয়ের স্ত্রী মিতালী সিং গণমাধ্যমকে বলেন, ‘তিনি
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’
মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ সিনেমায় ভূপিন্দর সিংয়ের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হলো ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তার ভারি কণ্ঠস্বরের নরম সুর ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী
পঙ্কজ উধাস। তিনি গণমাধ্যমকে বলেন,
‘ভূপিন্দরজি আমার বড় দাদা ছিলেন। ওঁর
গায়ন রীতি, কণ্ঠস্বর সবার থেকে আলাদা। ফের সংগীত দুনিয়া অভিভাবকহীন
হলো। ফের দেশ তার আরো এক কৃতী সন্তানকে হারাল।’
এদিকে ভূপিন্দর সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে এই শোক প্রকাশ করেছেন তিনি।নরেন্দ্র
মোদি লেখেন, 'শ্রী ভূপিন্দর সিং জি-র প্রয়াণে গভীর ভাবে শোকাহত। বহু
দশক ধরে উনি আমাদের স্মরণীয় সব গান উপহার দিয়েছেন। তার সুরের জাদু বহু মানুষকে
আবেগতাড়িত করেছিল। এই খারাপ সময়ে আমি মানসিকভাবে তার পরিবারের এবং অনুরাগীদের
পাশে আছি।' সূত্র : আনন্দবাজার পত্রিকা
সিটি/আরএ/১৯ জুলাই,২০২২